ধর্মপাশা প্রতিনিধি
জানুয়ারি ০৬, ২০২২
০১:২৮ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০৬, ২০২২
০১:২৮ অপরাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পানিতে ডুবে তারিক মিয়া নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের পেছনে শয়তান খালী খালে এই ঘটনা ঘটে। তারিক ওই গ্রামের কৃষক আবদুর রশিদের ছেলে।
এলাকাবাসী ও শিশুর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ওই শিশুটি নিজ বাড়ির উঠানে খেলাধূলা করছিল। এক পর্যায়ে হাটতে হাটতে সে নিজ বাড়ির পেছনে শয়তানখালী খালের পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়।
সকাল সাড়ে নয়টার দিকে ওই খালের পানি থেকে তাকে উদ্ধার করা হয়। পরিবারের লোকজন তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওই শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এসএ/আরসি-১১