খাল ভরাট করে উপহারের ঘর, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

দোয়ারাবাজার প্রতিনিধি


জানুয়ারি ০৮, ২০২২
০৪:১৪ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৮, ২০২২
০৪:১৪ অপরাহ্ন



খাল ভরাট করে উপহারের ঘর, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে খাল ভরাট করে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ প্রতিবাদ ও মানববন্ধন  কর্মসূচি পালিত হয়। 

এ সময় বক্তারা বলেন, এলাকার পানি নিষ্কাশনের একমাত্র রাস্তা বড়খাল ভরাট করে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ করছে প্রশাসন। এ ব্যাপারে উচ্চ আদালতের নিষেধাজ্ঞাও আমলে নেওয়া হচ্ছে না। 

তারা বলেন, ভরাট হয়ে যাওয়া নদী-খাল উদ্ধারে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু সেখানে মুজিববর্ষে গৃহহীনদের ঘর দেওয়ার একটি মহৎ উদ্যোগকে বিতর্কে জড়ানো হয়েছে। তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। 

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মখলিছ আলী, দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু , মাওলানা আবুল কালাম, জিয়াউল হক, মক্তছির আলী প্রমুখ। এসময় সর্বস্তরের এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

এইচ এইচ/বি এন-০৫