শান্তিগঞ্জে দায়িত্ব নিলেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যরা

শান্তিগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ১০, ২০২২
০৪:২০ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১০, ২০২২
০৪:২০ অপরাহ্ন



শান্তিগঞ্জে দায়িত্ব নিলেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যরা

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে আটটি ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্য-সদস্যরা দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ জানুয়ারি) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নের হল রুমে এ দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউপি’র নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. শাহিনুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক ইউপি চেয়পারম্যান মো. মিজানুর রহমান জিতু, জয়কলস ইউপি’র নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, পূর্ব পাগলা ইউপি’র নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়ার কাছে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, পশ্চিম পাগলা ইউপি’র নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. জগলুল হায়দারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক চেয়ারম্যান মো. নুরুল হক, দরগাপাশা ইউপি’র নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. সুফি মিয়ার কাছে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক চেয়ারম্যান মো. মনির উদ্দিন, পাথারিয়া ইউপি’র নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলামের নিকট দায়িত্ব হস্তান্তর করেন সাবেক চেয়ারম্যান মো. আমিনুর রশীদ, পূর্ব বীরগাঁও ইউপি’র নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক চেয়ারম্যান নুর কালাম, পশ্চিম বীরগাঁও ইউপি’র নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. লুৎফুর রহমান জায়গীরদার খোকনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম।

এ সময় উপজেলার আটটি ইউনিয়নের ৭২ জন ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন। উক্ত দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ইউপি সচিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এস টি/বি এন-০১