জগন্নাথপুরে সেই শামীম আবারও গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি


জানুয়ারি ১৪, ২০২২
০৫:৫৮ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৪, ২০২২
০৫:৫৮ অপরাহ্ন



জগন্নাথপুরে সেই শামীম আবারও গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরের পল্লীতে নানা অপরাধকাণ্ডে জড়িত শামীম মিয়া (৩৪) এবার মাদক মামলায় ও শর্টগানের কর্তুজসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার রাতে শামীমকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরআগে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে।

আলোচিত এই শামীম উপজেলার পাইলাগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মৃত আঙ্গুর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, হবিগঞ্জের নবীগঞ্জ থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শামীমকে বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে করা হয়। এসময় তার কাছ থেকে শর্টগানের দু'টি কার্তুজ উদ্ধার করা হয়। কিন্তু তার সাথে থাকা অপর এক সঙ্গী পালিয়ে যায়। এ ঘটনায় জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) জিন্নাতুল ইসলাম তালুকদার বাদী হয়ে শামীমকে প্রধান আসামী করে পালিয়ে যাওয়া ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শামীমের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক সহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৯ অক্টোবর গোতগাঁও গ্রামের এক মেয়েকে ধর্ষণ ও মেয়ের বাবাকে পিটিয়ে আলোচনায় আসে শামীম।

আলোচিত এ ঘটনার মূল আসামি শামীমকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ ডিবি। পরে ৭ দিনের রিমান্ড ও ৫ মাস কারাভোগের পর জামিনে বের হয়ে ওই মেয়েকে বিয়ে করে শামীম। এছাড়াও তার বিরুদ্ধে নানা সামাজিক অপরাধ কাণ্ডে তিনি জড়িত বলে অভিযোগ রয়েছে।

এ এ/বি এন-০৭