খেলা ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২২
০১:৩৩ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১৭, ২০২২
০১:৩৩ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট উদ্ভুত পরিস্থিতিতে সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার জন্য মাহা ইমজা মিডিয়াকাপ ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে।
ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সকাল থেকে গভীর রাত পর্যন্ত মিডিয়া হাউস গুলোর সাংবাদিকদেরকে শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দায়িত্ব পালন করতে হচ্ছে। যাদের অধিকাংশই কোন না কোন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
ইমজার পক্ষ থেকে জানানো হয়, যেহেতু সকলস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে এই মিডিয়া কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় তাই টুর্নামেন্টটি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। শিগগির টুর্নামেন্টের নতুন শিডিউল ঘোষণা করা হবে।
আরসি-২৭