ধর্মপাশা প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২২
০১:৫৭ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২১, ২০২২
০১:৫৭ অপরাহ্ন
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজারের বাসিন্দা কবি শহীদ উল্লাহ আকন্দের প্রথম কাব্যগ্রস্থ হিজল-তমাল ছায়া এর পাঠ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২১জানুয়ারি) বেলা দুইটার দিকে উপজেলার মধ্যনগর মধ্যবাজারের শহীদ মিনার প্রাঙ্গণে মধ্যনগর সাহিত্য পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মধ্যনগর সাহিত্য পরিষদের সভাপতি কবি অজয় রায়।
মধ্যনগর বাজারের বাসিন্দা সংস্কৃতিকর্মী আলা উদ্দিনের সঞ্চালনে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মধ্যনগর বি.পি হাইস্কুল অ্যান্ড কলেজের অবসর প্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক বসন্ত বিশ্বাস, মধ্যনগর বি,পি হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রমা পদ চক্রবর্তী, ব্রতচারী বিমান তালুকদার, হাওর গবেষক সজল কান্তি সরকার, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুক্তাদির আহমেদ, মধ্যনগর সাহিত্য পরিষদের উপদেষ্টা সুদীপ ভট্রাচার্য, মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ।
আরসি-২৬