দিরাই প্রতিনিধি
জানুয়ারি ২২, ২০২২
০৮:০৯ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২২, ২০২২
০৮:০৯ পূর্বাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দিরাই শাল্লার সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর রোগমুক্তি কামনায় সুনামগঞ্জের দিরাইয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাভেদের উদ্যোগে ও স্থানীয় বিএনপির সহযোগিতায় দিরাই পৌরসদরস্থ জাবেদ চৌধুরীর নিজ বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন মাওলানা জালাল আহমদ। দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আমিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাভেদ।
এতে উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, দিরাই উপজেলা যুবদলের আহবায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, বিএনপি নেতা সাব্বির মিয়া, আবু সাঈদ চৌধুরী, মিজানুর রহমান, সুজাত চৌধুরী সহ দিরাই শাল্লা উপজেলা ও সুনামগঞ্জ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ এইচ/বি এন-০৬