তাহিরপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা

তাহিরপুর প্রতিনিধি


জানুয়ারি ২৪, ২০২২
০৮:১৪ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৪, ২০২২
০৮:১৪ পূর্বাহ্ন



তাহিরপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা

সুনামগঞ্জের তাহিরপুরে ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই মেম্বার পদপ্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৩ জানুয়ারি) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবীর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দুই প্রার্থীকে ৫০ হাজার করে মোট এক লাখ জরিমানা করেন।

জরিমানা প্রাপ্তরা হলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মন্দিয়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে সাজিনুর মিয়া ও একই গ্রামের  মৃত আব্বাস আলীর ছেলে আলী রেজা।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানান, প্রত্যেক প্রার্থীকে আইন মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ এইচ/বি এন-০৪