দোয়ারাবাজার প্রতিনিধি
                        জানুয়ারি ২৬, ২০২২
                        
                        ০৮:৪৯ অপরাহ্ন
                        	
                        আপডেট : জানুয়ারি ২৬, ২০২২
                        
                        ০৮:৪৯ অপরাহ্ন
                             	
                        
            
    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) সকাল এগারোটায় প্রেসক্লাব কার্যালয়ে দোয়ারাবাজার প্রেসক্লাবের আহবায়ক বজলুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব এম এ মোতালিব ভুঁইয়ার সঞ্চালনায় সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন দৈনিক মানবজমিন প্রতিনিধি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক আমাদের সময় প্রতিনিধি আশিক মিয়া।
সভায় সবার সর্বসম্মতিক্রমে তিন সদস্য বিশিষ্ট দোয়ারাবাজার প্রেসক্লাবের উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টারা হলেন সিনিয়র সাংবাদিক দৈনিক হাওরাঞ্চলের কথা প্রতিনিধি এম এ করিম লিলু, দৈনিক যুগান্তর প্রতিনিধি তাজুল ইসলাম ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি বজলুর রহমান।
দোয়ারাবাজার প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহসভাপতি দৈনিক একাত্তরের কথা প্রতিনিধি আলাউদ্দিন, সহসভাপতি বাংলাদেশ প্রতিবেদন প্রতিনিধি কামাল পারভেজ, সহসভাপতি দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক শ্যামল সিলেট প্রতিনিধি হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক ডেইলি অবজারভার প্রতিনিধি এম এ মোতালিব ভুঁইয়া, দপ্তর সম্পাদক দৈনিক সিলেট বানী প্রতিনিধি সিরাজ মিয়া, অর্থ সম্পাদক দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি আশিস রহমান, প্রচার সম্পাদক দৈনিক বজ্রশক্তি প্রতিনিধি সেলিম আহমদ, কার্যনির্বাহী সদস্য দৈনিক মাতৃজগত প্রতিনিধি মামুন মুন্সী, সাপ্তাহিক সীমান্ত কন্ঠ প্রতিনিধি মনির হোসেন।
এদিকে নবনির্বাচিত দোয়ারাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এইচ এইচ/বি এন-০৪