ছাতকে গলায় ফাঁস লাগিয়ে পঞ্চাশোর্ধ ব্যক্তির আত্মহত্যা

ছাতক প্রতিনিধি


জানুয়ারি ২৭, ২০২২
০১:৩২ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৭, ২০২২
০১:৩২ অপরাহ্ন



ছাতকে গলায় ফাঁস লাগিয়ে পঞ্চাশোর্ধ ব্যক্তির আত্মহত্যা

ছাতকে গলায় ফাঁস লাগিয়ে দুলাল মিয়া নামের পঞ্চাশোর্ধ এক ব্যক্তি আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

বুধবার (২৬ জানুয়ারি) রাতে যেকোন এক সময় শহরের নোযারাই-ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। দুলাল মিয়া নোয়ারাই ইসলামপুর এলাকার মৃত বজলু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বরাবরে মতো বুধবার রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন দুলাল মিয়া। বৃহস্পতবার সকালে পরিবারের লোকজন তার শয়ন কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। শয়ন কক্ষের তীরের সাথে গলায় রশি দিয়ে সে আত্মহত্যা করে। 

খবর পেয়ে ছাতক থানার এসআই আসাদ মিয়া ঘটনাস্থলে পৌছ লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করেন। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, এ ব্যাপারে থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে।

এমএ/আরসি-১৭