ধর্মপাশা প্রতিনিধি
জানুয়ারি ২৮, ২০২২
০১:২৬ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২৮, ২০২২
০১:২৬ অপরাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের বাসিন্দা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন তালুকদার (৭৫) ইন্তোকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনি মারা যান।
আজ বিকেল তিনটার দিকে কান্দাপাড়া গ্রামের মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংথ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আরসি-২১