তাহিরপুর প্রতিনিধি
জানুয়ারি ৩০, ২০২২
০৭:৪১ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ৩০, ২০২২
০৭:৪১ পূর্বাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী নতুন আদর্শ গ্রামের অসহায় দুই শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছে সুনামগঞ্জ সমিতি সিলেট।
শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে এসব শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সমিতি সিলেট এর সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দেলোয়ার হোসেন বাবর, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সাব্বির আহমদ, কাসমির রেজা, অর্থ সম্পাদক আশরাফুর রহমান চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোজাক্কির হোসেন কামালী, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলাউদ্দিন, অ্যাডভোকেট কানন আলম, ইব্রাহিম আলী।
এসময় সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও বিত্তশালী ব্যক্তিদের অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এর আগে সমিতির সভাপতি নাসিম হোসেইন বলেন, সুনামগঞ্জ সমিতি প্রতিষ্ঠাকাল থেকেই আর্ত মানবতার সেবায় কাজ করে আসছে। এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আমাদের ক্ষুদ্র প্রয়াস। আমরা আরও বর্ধিত পরিসরে কাজ করতে চাই।
এ এইচ/বি এন-০৫