জগন্নাথপুর প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২২
০৭:০৩ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ৩১, ২০২২
০৭:০৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।
শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন, কলকলিয়া ইউনিয়নে রফিক মিয়া, পাটলী ইউনিয়নে আংঙ্গুর মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউয়িনে শাহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়নে ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে আবুল হাসান, আশারকান্দি ইউনিয়নে আইয়ুব খান ও পাইলগাঁও ইউনিয়নে মখলুছ মিয়া।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচিত সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যদের পরবর্তীতে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে জগন্নাথপুরের কলকলিয়া, পাটলী, চিলাউড়া-হলদিপুর, রানীগঞ্জ, সৈয়দপুর-শাহারপাড়া, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।