ধর্মপাশা প্রতিনিধি
                        ফেব্রুয়ারি ০২, ২০২২
                        
                        ০১:২২ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : ফেব্রুয়ারি ০২, ২০২২
                        
                        ০১:২২ পূর্বাহ্ন
                             	
                        
            
    সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আধুনিক শস্য চাষাবাদ প্রযুক্তির ওপর দুইদিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হাওর এলাকার বন্যা ব্যবস্থাপনা ও জীবন যাত্রার মান উন্নয়ন প্রকল্পের ধর্মপাশা উপজেলা কার্যালয় এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে উপজেলার সেলবরষ ইউনিয়নের পাঁচটি গ্রামের ৪০ জন কৃষক অংশ নেন।
প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হাওর এলাকার বন্যা ব্যবস্থাপনা ও জীবন যাত্রার মান উন্নয়ন প্রকল্পের প্রধান কার্যালয়ের কনসালটেন্ট কৃষিবিদ ড. এনামুল হক ও ফেরদৌস মন্ডল।
এসএ/আরসি-১৮