ধর্মপাশায় সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি


ফেব্রুয়ারি ০২, ২০২২
০৮:১৩ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০২, ২০২২
০৮:১৩ পূর্বাহ্ন



ধর্মপাশায় সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ইউনিয়ন পরিষদ ( ইউপি) নির্বাচনে এ উপজেলার ১০টি ইউনিয়নে বিজয়ী সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন  এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে  এখানকার ১২০জন নির্বাচিত  ইউপি সদস্য মধ্যে ১১৯জন অংশ নেন। ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও )  মো.মুনতাসির হাসান।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন। স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মুক্তার হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক ইকবাল প্রমুখ।

এস এ/বি এন-০৮