শপথ নিলেন জগন্নাথপুরের নব নির্বাচিত ইউপি সদস্যরা

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০২, ২০২২
০৯:০৬ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০২, ২০২২
০৯:০৬ পূর্বাহ্ন



শপথ নিলেন জগন্নাথপুরের নব নির্বাচিত ইউপি সদস্যরা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে সাত ইউনিয়নের ২১ জন নারী সদস্য এবং ৬৩ জন সাধারণ সদস্য (মেম্বার) কে শপথ বাক্য পাঠ করান জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেজুল ইসলাম।

এ উপলক্ষ্যে স্থানীয় প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ। এসময় উপস্থিতি ছিলেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি অনুপম দাস অনুপ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, নব নির্বাচিত পাটলী ইউনিয়নের চেয়ারম্যান আংঙ্গুর মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান ও পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মখলুছ মিয়াসহ বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে জগন্নাথপুরের কলকলিয়া, পাটলী, চিলাউড়া-হলদিপুর, রানীগঞ্জ, সৈয়দপুর-শাহারপাড়া, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। গত ৩১ জানুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জগন্নাথপুরের সাত ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ এ/বি এন-১১