দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

দিরাই প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৫, ২০২২
০৮:৩৩ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৫, ২০২২
০৮:৪৭ পূর্বাহ্ন



দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

সুনামগঞ্জের দিরাইয়ে শ্রদ্ধা ও ভালবাসায় বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, মুক্তিযোদ্ধা, সাবেক সাংসদ ও মন্ত্রী  জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। 

শনিবার (৫ ফেব্রুয়ারি) মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে তাঁর জন্মস্থান সুনামগঞ্জের দিরাই উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ, সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ ও বিভিন্ন সামাজিক সংগঠন আওয়ামীলীগ  কার্যালয়ে  সকাল ৯টায় কালো পতাকা উত্তোলন করা হয় । 

এরপর কালো ব্যাজ ধারণ করে  দুপুর ১২টার দিকে  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে এক শোক র‌্যালী বের করা হয়।  শোক র‌্যালীটি আওয়ামী লীগের কার্যালয়ের সামন থেকে বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । 

বেলা ১টায় সুরঞ্জিত সেনগুপ্তের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের  আহবায়ক মেয়র বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে সুরঞ্জিত সেনগুপ্তের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন, লালন মিয়া, কলিম উদ্দিন, কামনা শীষ রায় প্রমুখ। বেলা ২টায় দলীয় কার্যালয়ে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের  সহ-সভাপতি  এড. সোহেল আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সিরাজ উদ দৌল, লুৎফর রহমান এ-ওর  মিয়া, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লা, কামাল উদ্দিন, অ্যাড. অবিরাম তালুকদার, মেয়র বিশ্বজিৎ রায়, ইশতিয়াক হোসেন মঞ্জু, মকসদ আলম, সরোয়ার আহমদ, জুয়েল মিয়া, সোয়েব আহমদ, পারবেজ রহমান  প্রমুখ। এছাড়া মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

বি এন-১০