আবির হাসান-মানিক, তাহিরপুর
ফেব্রুয়ারি ০৫, ২০২২
০৬:৩৯ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৫, ২০২২
০৬:৪২ অপরাহ্ন
সপ্তম দফায় সুনামগঞ্জের তাহিরপুরের সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই প্রার্থীদের প্রচার-প্রচারণা ছিল চোখে পড়ার মত। আজ শনিবার(৫ ফেব্রুয়ারি) রাত ১২টার পর থেকে প্রচার কাজ বন্ধ হয়েছে। আগামি সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল আটটায় শুরু হবে ভোটগ্রহণ। চলবে বিকেল চারটা পর্যন্ত।
ভোটাররাও কেন্দ্রে যেতে মুখিয়ে রয়েছেন। এর মধ্য দিয়ে উপজেলার সাতটি ইউনিয়নের ভোটাররা নতুন করে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।
এদিকে মাসব্যাপি প্রচার প্রচারণায় নির্বাচনকে ঘিরে এখনও পর্যন্ত বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা বা সহিংসতার খবর না পাওয়া গেলেও নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি।
প্রশাসনের একাধিক দায়িত্বশীল সূত্র বলছেন, ভোট ও ভোট পরবর্তী সময়ে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার বিগত নির্বাচনগুলো ঘিরে প্রশাসনের পক্ষ থেকে যেভাবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছিল, এবারও এর ব্যত্যয় হবেনা। বরং প্রশাসন আরও কঠোর অবস্থানে রয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জরুল হক বলেন, আজ (শনিবার) মধ্যরাত থেকে নির্বাচন কেন্দ্রিক সকল ধরনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে। নির্বাচনকে ঘিরে মাসব্যাপি প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের যেসব অভিযোগ পেয়েছি বিধি অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হয়েছে। আর ভোটাররা যেন কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণ ভাবে নিজেদের ভোট প্রয়োগ করতে পারেন এজন্য সব ধরনের প্রস্ততি গ্রহণ করা হয়েছে।
তাহিরপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, আগামি সোমবার সাতটি ইউনিয়নের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনে আটজন ম্যাজিষ্ট্রেট, চার প্লাটুন বিজিবি, পুলিশের চারটি স্ট্রাইকিং ফোর্সসহ অসংখ্য র্যাব ও আনসার সদস্যরা মাঠে কাজ করবেন।
এএফ/০১