শান্তিগঞ্জে এক ব্যাক্তির আত্মহত্যা

শান্তিগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৬, ২০২২
০৫:৩১ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৬, ২০২২
০৫:৩১ পূর্বাহ্ন



শান্তিগঞ্জে এক ব্যাক্তির আত্মহত্যা

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের বাসিন্দা বিকাশ দাস (৪০) নামে এক ব্যাক্তি আত্মহত্যা করেছেন। 

ঘটনাটি ঘটেছে রবিবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে। বিকাশ দাস শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের মৃত মনোরঞ্জন দাসের ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার(৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় ভিকটিম বিকাশ দাস ও তার স্ত্রী শিউলী রাণী দাস তাদের ছেলে মেয়েকে নিয়ে রাতে ঘুমিয়ে পড়েন।   রাতের কোন এক সময় পরিবারের লোকজনদের অগোচরে তাদের বসত বাড়ীর সামনে করচ গাছের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তাৎক্ষণিক থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ লাশের সুরতহাল প্রস্তুত করেন। 

ভিকটিম বিকাশ দাসের ছোট ভাই বিধান দাস জানান, আমার ভাই বিকাশ দাস দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভূগছিলেন। 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এস টি/বি এন-০১