তাহিরপুর প্রতিনিধি
                        ফেব্রুয়ারি ০৬, ২০২২
                        
                        ০৮:৪৪ অপরাহ্ন
                        	
                        আপডেট : ফেব্রুয়ারি ০৬, ২০২২
                        
                        ০৮:৪৪ অপরাহ্ন
                             	
                        
            
    সীমান্তের ওপার থেকে ৮টি বন্য হাতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়গোপ টিলায় অবস্থান নিয়েছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে আতংক দেখা দিয়েছে। তবে খবর পেয়ে পুলিশ, বিজিবি ও বন বিভাগের লোকজন বন্য হাতিগুলোকে নিরাপদে সরিয়ে দিতে কাজ করছেন।
জানা গেছে, রবিবার (৬ ফেব্রুয়ারি) রাত তিনটার দিকে হাতিগুলোকে সীমান্ত এলাকায় দেখতে পান স্থানীয় লোকজন। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করলে সতর্কমূলক মাইকিং করা হয়। 
টিলার একাধিক বাসিন্দা জানান, রোববার গভীর রাতে বড়গোপ টিলায় ছোট-বড় ৮টি বন্য হাতি দেখতে পায়। হাতিগুলোকে সরিয়ে দিতে সকাল থেকে টিন-ঢোল বাজিয়ে উচ্চশব্দ তৈরি করা হচ্ছে। 
বড়গোপ টিলার বাসিন্দা মালবিকা আজিম সিলেট মিররকে বলেন, রবিবার ভোর থেকে টিলার বাসিন্দারা আটটি বন্য হাতি দেখতে পান। মাস দুয়েক আগেও টিলায় হাতি নেমে এসেছিল। হাতির এমন আকস্মিক আগমন স্থানীয়দের মাঝে আতংক পেয়ে বসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির বলেন, গত রাত তিনটার দিকে ৫টি বড় হাতি ও ২টি বাচ্চা হাতি সীমান্তের চাঁনপুর এলাকায় প্রবেশের খবর পেয়েছি। হাতিগুলোকে নিরাপদে সরিয়ে দিতে আমাদের বন বিভাগের লোকজন, বিজিবি ও পুলিশ প্রশাসন কাজ করছেন।
প্রসঙ্গত, গেল বছরের ১৬ নভেম্বর রাতেও একইভাবে ওপার থেকে মেঘালয় পাহাড়ের চারটি বন্য হাতি তাহিরপুরের বড়গোপ টিলায় অবস্থান নিয়েছিল।
এ এইচ/বি এন-০৪