আবির হাসান-মানিক, তাহিরপুর
ফেব্রুয়ারি ০৭, ২০২২
০৫:০৩ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২২
০৫:০৩ অপরাহ্ন
তাহিরপুর উপজেলার সাতটি ইউনিয়নের নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে নির্বাচনে সাতটি ইউনিয়নের একটিতেও আওয়ামী লীগের দলীয় প্রার্থী জয়ের দেখা পায়নি। বিদ্রোহীদের দাপটে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের ভরাডুবি হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত ১১টায় বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী জানা গেছে শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আলী আহমদ মুরাদ, শ্রীপুর উত্তর ইউনিয়নেও জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আলী হায়দার।
অপরদিকর বড়দল উত্তর ইউনিয়নে চমক দেখিয়েছেন বিদ্রোহী প্রার্থী মাসুক মিয়া। বড়দল দক্ষিণ ইউনিয়নেও জয় পেয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. ইউনুছ আলী।
এদিকে উপজেলার সবচেয়ে আলোচিত ইউনিয়ন বাদাঘাটেও বিদ্রোহী প্রার্থীর জয় হয়েছে। এ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মো. নিজাম উদ্দিন জয় পেয়েছেন।
আবার তাহিরপুর সদর ইউনিয়নে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জুনাব আলী। এদিকে বালিজুড়ি ইউনিয়নে জয় পেয়েছেন বিদ্রোহী প্রার্থী আজাদ হোসেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৪৪ জন প্রার্থী অংশ নেন। তাছাড়া সদস্য পদে ২৯৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উপজেলার ৭টি ইউনিয়নের মোট ৭১টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে।
আরসি-০২