তাহিরপুরে জামানাত হারালেন নৌকার দুই প্রার্থী

তাহিরপুর প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৮, ২০২২
০৬:৪১ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৮, ২০২২
০৬:৪১ পূর্বাহ্ন



তাহিরপুরে জামানাত হারালেন নৌকার দুই প্রার্থী

সপ্তম দফায় তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের ভরাডুবি হয়েছে। জামানত হারিয়েছেন চেয়ারম্যান পদে দুই ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী। ইউনিয়ন দুটি হল বাদাঘাট ও বড়দল দক্ষিণ। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বাদাঘাট ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. সুজাত মিয়া। তিনি ৪৫৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. নিজাম উদ্দিন ১১৫০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক বিদ্রোহী মো. আফতাব উদ্দিন। তিনি পেয়েছেন ১১১৬০ ভোট।

অপরদিকে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. সাইফুল ইসলাম ৭৬৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এখানে ৫২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী মো. ইউনুছ আলী। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. সবুজ আলম পেয়েছেন ২৫১৪ ভোট।

এ প্রসঙ্গে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর সিলেট মিররকে বলেন, উপজেলা থেকে পাঠানো তৃণমূলের সিদ্ধান্তের প্রতিফলন জেলায় ঘটেনি। যদি তাই হত তাহলে, আবুল হোসেন খান এর মত হেভিওয়েট প্রার্থী মনোনয়ন বঞ্চিত হতেন না। আর এসব কারনেই আজকের এই ভরাডুবি।

এ এইচ/বি এন-০৪