দিরাই প্রতিনিধি
ফেব্রুয়ারি ০৯, ২০২২
০৭:৫০ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৯, ২০২২
০৮:১১ পূর্বাহ্ন
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বিবিয়ানা মডেল কলেজের স্বনামধন্য অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাশ তালুকদার এর উপর মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে বিবিয়ানা মডেল কলেজের শিক্ষার্থী ও কর্মচারীদের উদ্যেোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার (০৯ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গনে দুপুর ১২ টার দিকে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থী ও কর্মচারীরা।
ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচীতে উপস্থিত ছিলেন, কলেজ শিক্ষার্থী নিপা, জুই, প্রমিত, মৌ, ডেইজী, দিতি, প্রশান্ত, প্রনয়ণ, ইমদাদুল হক, জলি আক্তার, মাছুমাা বেগম, মোফাজ্জল হোসেন, মকসুর চারদিন চৌধুরী, সাদিয়া জাহান, জানিয়া বেগম, নাজমুল খা, তাহমিনা আক্তার, নাদিয়া আক্তার, ছাবিকুল ইসলাম প্রমুখ। কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন- জীবন কৃন্ষ, নিরঞ্জন, প্রাণকৃন্ষ, প্রভাংশু, কীর্তিকা রানী, মিজবা উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, আমাদের স্যার অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাশ তালুকদার ভাটির মানুষের শিক্ষা প্রসারে কলেজ প্রতিষ্ঠাকালীন সময় থেকেই গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন, ষড়যন্ত্রকারীরা একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে স্যারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য যে জাল বিস্তার করেছে এতে এলাকায় শিক্ষাপ্রসারের ক্ষেত্রে বাধাস্বরুপ হতে পারে, এলাকার উন্নয়নের স্বার্থে শিক্ষার প্রসারের জন্য নৃপেন্দ্র চন্দ্র দাশ তালুকদার এর মত শিক্ষানুরাগী শিক্ষাগুরুর পাশে থেকে আমরা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও আন্দোলন গড়ে তুলব।
মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ও আমাদের স্যারের মুক্তি চাই ।
স্থানীয় একাধিক সুত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার শ্যালিকাকে অধ্যক্ষ পদে আসীন করতে এলাকার জনৈক এক নারীকে দিয়ে অধ্যক্ষ নৃপেন্দ্র দাশের বিরুদ্ধে এ ঘৃণ্য ষড়যন্ত্র করা হয়েছে। ওই নারীর সাজানো মামলায় তিনি কারাগারে আছেন।
এ এইচ/বি এন-০৪