তাহিরপুরে শতভাগ পাশ তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের

তাহিরপুর প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৩, ২০২২
০৮:১৭ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২২
০৮:১৭ পূর্বাহ্ন



তাহিরপুরে শতভাগ পাশ তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের

সুনামগঞ্জের তাহিরপুরে এবার এইচএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য দেখিয়েছে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৯৩ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। তবে কেউ জিপিএ-৫ পায়নি।

সবচেয়ে কম পাস জয়নাল আবেদিন ডিগ্রি কলেজে। এ প্রতিষ্ঠান থেকে ৯০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬৬ জন। পাসের হার ৭৩ শতাংশ। এদিকে বাদাঘাট সরকারি কলেজে ৫১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৪৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১জন। পাসের হার ৮৭ শতাংশ। অপরদিকে ট্যাকেরঘাট খনিজ প্রকল্প উচ্চ বিদ্যালয় ও কলেজে ১২০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০১জন। পাসের হার ৮৪ শতাংশ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান সিলেট মিররকে জানান, তাহিরপুরে এবার এইচএসসি পরীক্ষায় দু'টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৮শ' ২১ জন। এর মধ্যে পাস করেছে ৭০৯ জন। পাসের হার ৮৬ শতাংশ।

এ এইচ/বি এন-০৫