দোয়ারাবাজার প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৩, ২০২২
০৮:২৪ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২২
০৮:২৪ পূর্বাহ্ন
জাতীয় /এমপিও করণের লক্ষ্যে-২০২২-২৩ অর্থ বছরে পর্যাপ্ত বাজেট রাখা ও নতুন মাদ্রাসা অনুমতি, স্বীকৃতি প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) ১১টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদের সামনে উপজেলার বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উদ্যোগে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্তি, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ও ৮ দফা দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন এবং স্মারক লিপি হস্তান্তর করা হয়েছে।
সারাদেশে উক্ত মানববন্ধন থেকে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় মানববন্ধনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের জাহাঙ্গীর গাঁও মির্ধারপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল হোসাইন এর সভাপতিত্ব, বক্তব্য রাখেন, মুকির গাঁও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু বক্কর সিদ্দিক, চাঁনপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মাওলানা আলী আহমেদ, জামেয়া ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা খাগুড়া সভাপতি কারী আব্দুল কদ্দুছ, মাওলানা মাসুক আহমদ নাঈম, মাওলানা সামীম আহমেদ খান, মাওলানা আবুল বাশার, মাওলানা আক্তার হোসাইন, মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা আব্বাস আলী, মাওলানা ফজলে এলাহী গৌস, মাওলানা দুলাল মিয়া, মাওলানা রমজান আলী, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা সালেক বিন মোস্তফা, মাওলানা নজরুল ইসলাম, সাইমা আক্তার শারমিন আক্তার প্রমূখ।
এইচ এইচ/বি এন-০৮