শান্তিগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৩, ২০২২
০৮:৫৮ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২২
০৮:৫৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের উত্তর পাথারিয়া গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক কৃষকের গোয়াল ঘর ও খড়েরর ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এসময় গোয়াল ঘরে থাকা আরো ৫টি গরু আগুনে দগ্ধ হয়। এতে ওই কৃষকের অন্তত দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এই পাড়াতে একাধারে আরো ৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলেও জানান ভুক্তভোগী পরিবারের লোকজন।
স্থানীয় লোকজন জানিয়েছেন, গত শনিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১ টায় একদল দুর্বৃত্ত পাথারিয়া গ্রামের কিবরিয়া কামাল এর বসত ঘরের পূর্বপার্শ্বে গোয়াল ঘর ও খড়ের ঘরে দাহ্য পদার্থ ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়। ওই সময় পরিবার নিয়ে তাহাদের বসত ঘরের ভেতরেই ঘুমন্ত অবস্থায় ছিলেন কিবরিয়া কামাল ও তার পরিবারের লোকজন। হঠাৎ খড়ের ঘরে থাকা বাঁশ পোড়ার শব্দে পরিবারের লোকজনদের ঘুম ভেঙ্গে যায়। তখন কিবরিয়া কামাল ও তার পরিবারের লোকজনদের চিৎকারে আশপাশের পরিবারের লোকজন এসে পানির পাম্প দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এসময় আগুনে দগ্ধ হয়ে একটি গাভীর পিছনের অংশ পোড়ে যায় এবং আরো ৪টি গরু দগ্ধ হয়ে আহত হয়।
এ ঘটনায় পাথারিয়া গ্রামের কিবরিয়া কামাল ভাই গোলাম মুস্তফা বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে নিশ্চিত করেন।
পাথারিয়া গ্রামের কিবরিয়া কামাল বলেন, আমার বসত বাড়ীর পার্শ্ববর্তী বসত বাড়ীর লোকজনদের সাথে বিরোধ রয়েছে। প্রতিশোধ স্পৃহায় তাদের কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তিনি আরও বলেন, আরো ৪টি বাড়ীতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়ে দিয়েছিল।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এর দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক(তদন্ত) মিজানুর রহমান বলেন, ঘটনার সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস টি/বি এন-১১