শান্তিগঞ্জ প্রতিনিধি
                        ফেব্রুয়ারি ১৫, ২০২২
                        
                        ০১:১৭ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২২
                        
                        ০১:১৭ পূর্বাহ্ন
                             	
                        
            
    সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। যুবকের নাম জুবেল আহমদ (২১)। তিনি পেশায় একজন গাড়ি চালক। জুবেল ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা (নয়াবাড়ী) গ্রামের আকদ্দুছ মিয়ার ছেলে। স্থানীয়দের দাবি যুবক আত্মহত্যা করেছেন।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় নিজ বাড়ির ‘বাংলা ঘর’ এর চালের বাঁশের সঙ্গে মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
স্থানীয়রা জানান, বাড়ির এক আত্মীয়ের বিয়ের ওয়ালিমায় খাওয়া-দাওয়া করে আনুমানিক ১টায় বাড়িতে ফিরেন জুবেল আহমদ। সকলে ওয়ালিমা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলেন। বাড়ি ফাঁকা ছিল। এই ফাঁকা থাকার সুযোগে ঘরে ডুকে ফাঁস দেন তিনি। খবর পেয়ে শান্তিগঞ্জ থানার পরিদর্শক (এসআই) পার্ডন কুমার সিংহসহ একদল পুলিশ এসে লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছেন। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যপারে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন আছে।
এসএ/আরসি-০৮