ধর্মপাশা প্রতিনিধি
                        ফেব্রুয়ারি ১৬, ২০২২
                        
                        ১২:৫৮ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২২
                        
                        ১২:৫৮ পূর্বাহ্ন
                             	
                        
            
    সুনাগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের সামনের সড়ক থেকে ১২ লক্ষাধিক টাকা মুল্যের একটি কাভার্ডভ্যান ও ২০ লক্ষাধিক টাকা মুল্যের ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে ধর্মপাশা থানা পুলিশ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে ভারতীয় পণ্য ভর্তি এই কাভার্ড ভ্যানটি আটক করা হয়। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক হাকিবুল ইসলাম (১৯) ও ব্যবসায়ী সাগর মিয়া (২৬)নামের দুজনকে আসামি করে আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ধর্মপাশায় থানায় একটি মামলা হয়েছে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাইপথে একটি কাভার্ডভ্যানে করে এক হাজার ৫৫৬টি শাড়ি ও ২৭৬টি লেহেঙ্গা নিয়ে ধর্মপাশা সদর বাজারে নিয়ে আসার পথিমধ্যে বৌলাম গ্রামের সামনে থেকে এটি আটক করে এসব জব্দ করা হয়।
তিনি জানান, এ ঘটনায় চালকসহ দুজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আসামি দুজন পলাতক রয়েছে। ওই দুজনকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্ঠা চলছে।
এসএ/আরসি-১৫