তাহিরপুরে প্রিয় শিক্ষকের মৃত্যুতে কাঁদলেন সহকর্মী-শিক্ষার্থীরা

তাহিরপুর প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৬, ২০২২
০৫:৪০ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২২
০৫:৪১ পূর্বাহ্ন



তাহিরপুরে প্রিয় শিক্ষকের মৃত্যুতে কাঁদলেন সহকর্মী-শিক্ষার্থীরা

তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক (৫৪) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায়, বুধবার(১৬ ফেব্রুয়ারি) সকালে তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে প্রিয় শিক্ষকের মৃত্যুর সংবাদ পেয়ে সকাল থেকে বাদাঘাট স্কুলে সহকর্মী ও শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। প্রিয় শিক্ষককে শেষবারের মতো দেখার জন্য। পরে দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ থেকে স্যারের লাশবহনকারী অ্যাম্বুলেন্স বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে পৌঁছলে সেখানে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আফজালুল হক শিপলু বলেন, স্যারের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। আজ সকালে বুকে ব্যথা দেখা দিলে তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে খবর আসে তিনি মারা গেছেন।

এএইচ/আরসি-১৬