ধর্মপাশা প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২২
১২:৩২ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২২
১২:৩২ অপরাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশায় বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এর সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে।
আজ বুধবার (১৬ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ গণমিলনায়তনে দিনটি উদযাপন করা হয়।
মোমবাতি প্রজ্বলন, কেক কেটে, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে সংস্থার ধর্মপাশা উপজেলা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থা্নীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন। বক্তব্য দেন ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সাগর জন কস্তা, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার প্রশান্ত নাপাক প্রমুখ।
এসএ/আরসি-২৫