ধর্মপাশা প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২২
১২:৩৮ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২২
১২:৪৯ অপরাহ্ন
গবাদি পশু ও পাখি পালনে প্রান্তিক খামারিদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৬ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এই প্রদর্শনী আয়োজিত হয়।
প্রধান অতিথি হিসেবে এই প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, ভারপ্রাপ্ত উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আল মাহমুদ হাছান প্রমুখ।
প্রদর্শনীতে উন্নতজাতের গাভী,ষাড়, হাস-মুরগী, পাখিসহ প্রাণি সম্পদ প্রযুক্তির স্টল স্থান পায়।
আরসি-২৬