দোয়ারাবাজার প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৭, ২০২২
০৬:৫৫ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২২
০৬:৫৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ'র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীপঙ্কর সূত্রধর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মাহফুজা চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মণ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল ইসলাম, সুরমা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক, দোয়ারা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম, দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামিম, নরসিংপুর ইউপি চেয়ারম্যান মো. নূর উদ্দিন আহমদ, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান শেখ মো. আবুল হোসেন প্রমুখ। প্রস্তুতিমূলক সভায় আগামী ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও কালো ব্যাচ ধারন, সকালে জাতীয় পতাকা অর্ধনমিত, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের শুদ্ধ নাম উল্লেখপূর্বক বিশেষ মোনাজাতের সিদ্ধান্ত নেওয়া হয়।
বি এন-০৫