তাহিরপুরে যাত্রা শুরু করল যাদুকাটা তাঁবুবাস

তাহিরপুর প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৮, ২০২২
০৭:৪৩ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২২
০৭:৪৫ পূর্বাহ্ন



তাহিরপুরে যাত্রা শুরু করল যাদুকাটা তাঁবুবাস

একপাশে দেশের দৃষ্টিনন্দন শিমুল বাগান, সামনে বড়গোফ (বারেক) টিলা এবং ভারতের মেঘালয় পাহাড়ের সৌন্দর্য রাত জেগে উপভোগ করতে ভ্রমণপিয়াসী পর্যটকদের জন্য যাত্রা শুরু করেছে যাদুকাটা তাঁবুবাস।

আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের মাহারাম নদী সংলগ্ন এলাকায় যাদুকাটা তাঁবুবাস এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মফিজ উদ্দিন বলেন, পর্যটন এলাকা তাহিরপুরে ব্যক্তি উদ্যোগে পর্যটকদের জন্য তাঁবুবাস ব্যবস্থা প্রসংশার দাবি রাখে। তিনি আরও বলেন, যারা এখানে এসে রাত্রিযাপন করবেন তাদের নিরাপত্তা, স্যানিটেশন ও খাবারের দিকগুলো যেন বিশেষভাবে নজর রাখা হয়।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাহিদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল লতিফ তরফদার, বাদাঘাট ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ও বড়দল উত্তর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মাসুক মিয়া প্রমূখ। 

এ এইচ/বি এন-০১