মধ্যনগরে ভবনের স্থান পরিদর্শনে বিভাগীয় কমিশনার

ধর্মপাশা প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৮, ২০২২
০৪:১২ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২২
০৪:১২ অপরাহ্ন



মধ্যনগরে ভবনের স্থান পরিদর্শনে বিভাগীয় কমিশনার

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা পরিষদের ভবন নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেন।

শুক্রবার (১৮ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে তিনি ওই স্থানটি পরিদর্শন করেন।

এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের  জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম, ধর্মপাশা উপজেলা র্নিবাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির হাসান, সহকারি কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম, এলজিইডির উপজেলা প্রকৌশলী  আরিফ উল্লাহ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রজেশ চন্দ্র দাস, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল দেব, মধ্যনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার টিটো, চামরদানী  ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলমগীর কবীর প্রমুখ।

আরসি-০২