তাহিরপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৯, ২০২২
০৩:৪৬ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২২
০৩:৪৬ অপরাহ্ন
তাহিরপুরে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সহযোগিতায় জনতা উচ্চ বিদ্যালয়ের গ্রীন ক্লাবের উদ্যোগে এ কর্মসূচি আয়োজিত হয়।
অনুষ্ঠানে গ্রীন ক্লাব এর সভাপতি পুলক পালের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ঋতু রাণী তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা।
প্রধান অতিথির বক্তব্যে কাসমির রেজা বলেন, ‘মানুষের যেমন বাঁচার অধিকার আছে প্রত্যেকটি প্রাণীরও বাঁচার অধিকার আছে। আমরা অন্য প্রাণীর জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারি না। জীববৈচিত্র্য রক্ষা আমাদের নৈতিক দায়িত্ব। হাওরের জীববৈচিত্র্য হাওর এলাকার সম্পদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। আমাদের স্বার্থেও জীববৈচিত্র্য রক্ষা করা দরকার।’
এ সময় আরও বক্তব্য রাখেন জনতা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাদল তালুকদার, গ্রীন ক্লাবের সদস্য ও বিদ্যালয়ের শিক্ষার্থী প্রিমা দে, রিমা দাস তুলি, সুমা দাস, কলি রাণী দাস, পার্থ দাস, বাঁধন তালুকদার, রাজেশ দে, হ্যাপি দাস, ইমন দাস, ঝুমকি দাস প্রমুখ। শেষে গ্রীন ক্লাবের সদস্যরা এলাকায় পরিবেশ বিপর্যয়ের নানা চিত্র তুলে ধরে। তারা পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।
উল্লেখ্য, হাওর এলাকার ছাত্র-ছাত্রীদের পরিবেশ সচেতন করতে এবং পরিবেশ রক্ষায় উদ্যোগী করে তোলার লক্ষ্যে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা গত বছর সুনামগঞ্জ জেলার ১৯ টি উচ্চ বিদ্যালয় ও কলেজে গ্রীন ক্লাব গঠন করে। এলাকার পরিবেশ রক্ষায় এসব ক্লাব কাজ করে যাচ্ছে।
এএইচ/আরসি-৩৩