শান্তিগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২২
০৭:২৭ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২২
০৭:২৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় করোনার টিকা প্রদানে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
শনিবার(১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার সর্বস্তরের মানুষকে টিকার প্রথম ডোজের আওতায় আনার লক্ষ্যেই এমন উদ্যোগ নিয়েছে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ।
একই সাথে উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কের মান্নান চত্বর, পাগলা বাজার ডাকবাংলোর সামনে ও দিরাই- মদনপুর সড়কের পাশে পাথারিয়া বাজারে সপ্তাহব্যাপী করোনা টিকার মেলা শুরু হয়েছে।
জানা গেছে, শান্তিগঞ্জ উপজেলার সব মানুষকে করোনা টিকার আওতায় আনতে এ উদ্যোগ নিয়েছেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। টিকার মেলায় টিকা নেয়ার জন্য কোন কাগজপত্র লাগবে না৷ শুধু বয়স ১৭ এর উর্ধ্বে হলে যে কেউ টিকা নিতে পারবেন।
মেলায় শনিবার (১৯ ফেব্রুয়ারী) দিনব্যাপী ১৫২ জন নারী পুরুষ টিকা গ্রহণ করেছেন। রবিবার(২০ ফেব্রুয়ারী) সকাল থেকে শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজার, শান্তিগঞ্জ বাজার ও পাগলা বাজারে পৃথক পৃথক টিমে বিভক্ত হয়ে করোনা টিকার মেলা শুরু হয়েছে। এসকল কেন্দ্রে প্রচুর লোকজনদের ভীড় লক্ষ্য করা গেছে।
এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন শরিফী বলেন, সারা বিশ্বে করোনা আবারো ঊর্ধ্বমুখী। ফলে প্রাণঘাতী এ ভাইরাস থেকে সবাই যেন মুক্ত থাকে, সেজন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মেলাটি পয়েন্টে হওয়ায় প্রথমদিনেই বেশ সাড়া পাচ্ছি আমরা৷ মেলায় সব চেয়ে বেশি সারা পাচ্ছি পরিবহন শ্রমিকদের। সড়কের পাশে মেলার স্টল হওয়ায় তারাই বেশি টিকা নিতে আসছেন।
এস টি/বি এন-০৯