ধর্মপাশা প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২২
০৫:২৪ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২২
০৫:২৪ অপরাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাকে সম্প্রতি উপজেলায় উন্নীত করা হয়েছে। চারটি ইউনিয়ন নিয়ে নবগঠিত এই মধ্যনগর উপজেলায় সাতদিন ব্যাপী বই মেলা আজ মঙ্গলবার (২২ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে।
ধর্মপাশা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মধ্যনগর বাজারের শহীদ মিনার প্রাঙ্গণে ওইদিন বেলা দুইটার দিকে মধ্যনগর সাহিত্য পরিষদের পক্ষ থেকে সাতদিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে।
মধ্যনগর সাহিত্য পরিষদের সভাপতি কবি অজয় রায়ের সভাপতিত্বে স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করবেন বলে জানা গেছে।
মধ্যনগর সাহিত্য পরিষদের সভাপতি কবি অজয় রায় বলেন, এই উপজেলাটি হাওরবেষ্ঠিত। জ্ঞানার্জনের জন্য বইয়ের কোনো বিকল্প নেই। এখানকার স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদেরকে জ্ঞানার্জনের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক ইতিহাস,গল্প,কবিতাসহ বিভিন্ন ধরণের বই পড়ায় উৎসাহিত করার লক্ষে এই মেলার আয়োজন করা হয়েছ।
নবগঠিত মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সংস্কৃতিকর্মী আলা উদ্দিন বলেন, প্রথমবারের মতো আমাদের উপজেলায় সাতদিনব্যাপী বই মেলা শুরু হচ্ছে ২২ফেব্রুয়ারি থেকে। ২৮ ফেব্রুয়ারি এই বই মেলার সমাপ্তি ঘটবে। এটি আমাদের উপজেলাবাসীর জন্য নতুন একটি ইতিহাস। এই বই মেলাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিয়েছেন।
তিনি বলেন, এই বই মেলাটি হাওর এলাকা ও আশপাশের এলাকার কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষকসহ নানা শ্রেণিপশার মানুষজনদের উপস্থিতিতে এটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস।
এসএ/আরসি-০৩