আমরা আগামী সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হব

শান্তিগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ২৬, ২০২২
০৬:৫৯ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২২
০৬:৫৯ পূর্বাহ্ন



আমরা আগামী সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হব

সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেছেন, জমিয়তে ইসলাম উলামা মাশায়েখের সংগঠন। আমরা সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি ইসলাম প্রিয় মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছি। যদি আগামী সংসদ নির্বাচনে রাতের আধারে ভোট না দিয়ে জনগনের প্রত্যক্ষ ভোট নেওয়া হয় তাহলে আমাদের বিজয় নিশ্চিত।

তিনি আরও বলেন- আপনারা ঐক্যবদ্ধ থাকুন, জমিয়তের নিবেদিত কর্মী হিসেবে কাজ করুন। শান্তিগঞ্জে যুব জমিয়তের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় পশ্চিম পাগলা ইউনিয়নের আল ফেরদৌস কমিউনিটি সেন্টারে শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা সালিক আহমদের সভাপতিত্বে ও যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম ও পশ্চিম পাগলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক সজিব আহমদের যৌথ পরিচালনায় উক্ত অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুশতাক আহমদ, কেন্দ্রীয় জমিয়তের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, ইউরোপ জমিয়তের প্রচার সম্পাদক হাফিজ মাওলানা মখলিছুর রহমান চৌধুরী, ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন সৌদি আরব রিয়াদ জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মকছিদ, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা শায়খ আফসার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই,জমিয়তে উলামায়ে ইসলামের ছাতক উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা সাইদুজ্জামান আল হায়দার।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সভাপতি হযরত মাওলানা আরশাদ নোমান।

এ সময় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জে জেলা যুব জমিয়তের সিনিয়র সহ সভাপতি হাফিজ মাওলানা সাইদুর রহমান, জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সহ সভাপতি মাওলানা এরশাদ খাঁন আল হাবীব, ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন জমিয়তে ইসলামের সাবেক সাংগঠনিক সম্পাদক সৌদি আরব জমিয়ত নেতা মাওলানা আলীনুর রহমান, সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের যুগ্ন সাধারণ সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, সুনামগঞ্জ সদর থানা যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ ইমদাদুর রহমান চৌধুরী, শান্তিগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামীম আহমদ।

অধিবেশনে ইসলামী সংঙ্গীত পরিবেশন করেন মাওলানা দেলোয়ার হোসেন।

আলোচনা সভা শেষে শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়তের মাওলানা সালিক আহমদকে সভাপতি, সজিব আহমদকে ও মাওলানা শামীম আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করেন অতিথিবৃন্দ।

এস টি/বি এন-০৪