জগন্নাথপুর প্রতিনিধি
                        ফেব্রুয়ারি ২৬, ২০২২
                        
                        ০৯:৩৯ অপরাহ্ন
                        	
                        আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২২
                        
                        ১১:১১ অপরাহ্ন
                             	
                        
            
    সুনামগঞ্জের জগন্নাথপুরে দিলদার মিয়া (৩৫) নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দিলদার কিশোরগঞ্জের রামদিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তবে, তাঁরা দীর্ঘদিন ধরে সপরিবার উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর (ঈশানকোনা) গ্রামে বসবাস করে আসছেন। দিলদার ৩ সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিলদার মিয়া প্রতিদিনের মত গত শুক্রবার রাত ৮ টার দিকে স্ত্রী-সন্তানদের সাথে ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাত ১১টা দিকে তাঁর ছোট মেয়ের চিৎকারে পরিবারের সবাই এসে দেখতে পান দিলদার বসত ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত রয়েছেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
দিলদারের ভাই মিনার মিয়া বলেন, আমার ভাইয়ের সাথে কারো কোন শত্রুতা নাই। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। পরিবারের দাবি সে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ এ/বি এন-০৯