দিরাইয়ে সিলেটগামী বাস খাদে পড়ে আহত ১০

দিরাই প্রতিনিধি


মার্চ ০৩, ২০২২
০১:০৬ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৩, ২০২২
০১:০৬ অপরাহ্ন



দিরাইয়ে সিলেটগামী বাস খাদে পড়ে আহত ১০

সুনামগঞ্জের দিরাইয়ে সিলেট গামী একটি বাস খাদে পড়ে নারী-শিশু সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩ মার্চ) দিরাই পৌর সদরের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে সিলেট থেকে দিরাইয়ের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ফায়ার সার্ভিস সংলগ্ন সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরসি-১২