খেলার মাঠে অংশ না নিলে এটা নিজেদের ব্যর্থতা

শান্তিগঞ্জ প্রতিনিধি


মার্চ ০৫, ২০২২
০৭:৩৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৫, ২০২২
০৭:৩৫ পূর্বাহ্ন



খেলার মাঠে অংশ না নিলে এটা নিজেদের ব্যর্থতা
বিএনপিকে পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনে না অংশগ্রহণ না করলে এটা তাদের ব্যর্থতা। তবে কে আসবে না আসবে এটা তাদের সিদ্ধান্ত, তবে আমরা আশা করবো জাতি গঠনে জাতীয় উন্নয়নে, জাতীয় অগ্রগতিতে সবাই সামিল হবেন। কেন? তারাও রাজনীতি করেন জনগণের জন্য আমরাও রাজনীতি করি জনগণরে জন্য। তবে খেলার মাঠে দল নিয়ে খেলতে হবে, না খেললে এ দায় নিজেদের। নিজেদের ব্যর্থতার দায় অন্য কেউ নিবে না। কেউ নির্বাচনে না এসে যদি বলে নির্বাচন হতে দেবো না এটা কি কেউ মেনে নিবেন? নির্বাচনে আসতে হবে। এসে ভালো ভাবে খেলতে হবে। তাহলেই বুঝা যাবে আপনি খেলোয়াড়। আর খেলায় অংশগ্রহণ না করলে তো খেলা বন্ধ হবে না। সূর্য ডুবে যাচ্ছে এর আগে তো ফুটবল খেলা শেষ করতে হবে, এটা তো সবাইকে মানতে হবে। মন্ত্রী আরও বলেন, দেশের বাজারে দৃব্যমূল্যের দাম কিছুটা বেড়েছে, এদিকে আমরা এখন নজরদারী করছি, দ্রæত সময়েই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্রাস করা হবে। এটাকে আর ঊর্ধ্বমুখি করা হবে না। দেশের জনগণ এখন অনেক খুশি এতো উন্নয়ন দেখে। আগে এতো বিদ্যুৎ ছিলো না? এখন প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তা,ঘাট, স্কুল, কলেজ সবই হচ্ছে। দেশে এখন উন্নয়নে অগ্রযাত্রায় অনেক দূর এগিয়ে গেছে। 

শনিবার (৫ মার্চ) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পরিষদ চত্বরে, উপজেলা প্রশাসনে সহযোগিতায়, দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অর্থায়নে ১৫ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে স্মৃতিসৌধ ও সুর্বণজয়ন্তী চত্বর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি উপরোক্ত কথাগুলো বলেন। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফী, সুনামগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন, উপজেলা প্রকৌশলী আল নুর তারেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভ‚ইঁয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মাদ মাসুদ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়েস্থ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধিরাজ নন্দী চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমূলবাক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান সহ প্রমূখ।

অপরদিকে, শনিবার সকাল ১০টায় উপজেলার হাট বাজার তহবিলের অর্থয়নে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া মিনা বাজারে, বাজারের অভ্যন্তরীন রাস্তার উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। 

এস টি/বি এন-০৪