জামালগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

জামালগঞ্জ প্রতিনিধি


মার্চ ০৭, ২০২২
০৯:৩৮ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৭, ২০২২
০৯:৩৮ অপরাহ্ন



জামালগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

জামালগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃথিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন পৃথক পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। এছাড়াও ইউনিয়ন পরিষদ, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামালগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বারী, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম তালুকদার প্রমুখ। পরে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বি আর/বি এন-১৫