শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি


মার্চ ০৮, ২০২২
০৬:৫৭ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৮, ২০২২
০৬:৫৭ অপরাহ্ন



শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা, টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৮ মার্চ ) সকাল ১০ টায় জেলার শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে  সকাল সাড়ে ১০ টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবিরের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আতিকুর রহমান,উপজেলা নির্বাহী অফিসের ওয়েস খাদিজা বেগম, ইউপি সদস্য কোহিনূর বেগম,নারী নেতৃ সাফিয়া আক্তার মনি সহ প্রমুখ। 

এস টি/বি এন-০১