ছাতকে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ছাতক প্রতিনিধি


মার্চ ০৮, ২০২২
১০:২৩ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৮, ২০২২
১০:২৩ অপরাহ্ন



ছাতকে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ছাতকে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ )এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও  মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।

সকালে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে এবং ইউ আর  সি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবীবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী।

সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক থানার এস আই শাহীন আহমদ, সাব-ইন্সপেক্টর জবা রানী দেব, উপজেলা তথ্য কর্মকর্তা সাবিহা মুস্তারি, সুর্য্যের হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, রাজিয়া বেগম, লিপি আচার্য্য প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কুরআন পাঠ করেন সায়মা বেগম ও গীতা পাঠ করেন বিউটি চক্রবর্তী।

আলোচনা সভায় বক্তারা বলেন, কর্ম-পেশা, চাকুরীসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের সম অধিকার প্রতিষ্ঠা করতে হবে। দেশের বিভিন্ন অঞ্চলে নারী নির্যাতন বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার ও আহবান জানিয়েছেন বক্তারা।

এম এ/ব এন-০৯