সুনামগঞ্জ প্রতিনিধি
মার্চ ১০, ২০২২
০৯:৩০ অপরাহ্ন
আপডেট : মার্চ ১০, ২০২২
০৯:৩০ অপরাহ্ন
সুনামগঞ্জে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে শহরের আলফাত স্কয়ার চত্ত¡রে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, তেল, চাল, ডাল, চিনি, গ্যাসসহ নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষের আয় থেকে প্রতিদিনের কেনাকাটার দাম বেড়ে গেছে। তাই দুর্নীতিমুক্ত টিসিবি এবং ন্যায্য মূল্যের দোকান চালু, মূল্যবৃদ্ধির ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে রেশনিং ও গণবণ্টন ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সিপিবির সভাপতি অ্যাড. এনাম আহমদ, সাধারণ সম্পাদক জালাল সুমন, সাংবাদিক শামস শামীম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি প্রমুখ।
এস আর/বি এন-১১