সুনামগঞ্জ প্রতিনিধি
মার্চ ১০, ২০২২
১০:৫০ অপরাহ্ন
আপডেট : মার্চ ১০, ২০২২
১০:৫২ অপরাহ্ন
টাইমস্কেলের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে সুনামগঞ্জের টাইমস্কেল বঞ্চিত প্রধান শিক্ষকবৃন্দ।
বৃহস্পতিবার (১০ মার্চ )বিকাল সাড়ে ৪ টায় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন শিক্ষক নেতৃবৃন্দ। এরআগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মৌন মিছিল ও সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়।
সেখানে বক্তব্য রাখেন- বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুর রহমান তহুর, মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানন বন্ধু রায়, কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন, রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব রায় প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমরা প্রথামিক শিক্ষকগণ ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টায় এদেশে প্রাথমিক শিক্ষার প্রসার ও উন্নয়নে অভূতপূর্ব বাড়তি জনবল ছাড়াই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গত ১০ বছর যাবৎ দ্রুততম সময়ে সম্পন্ন করে আসছি। যার পাশের হার প্রায় ৯৮ ভাগ। ইতিমধ্যেই আমরা বিদ্যালয়ে গমনোপযোগী শতভাগ শিশুর ভর্তি নিশ্চিত করেছি। প্রাথমিক শিক্ষা প্রসারের সাথে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের সামাজিক মর্যাদা, যুক্তিসংগত বেতনকাঠামোতে অন্তর্ভুক্ত করা মানসম্মত প্রাথমিক শিক্ষার স্বার্থেই অপরিহার্য।
পরে মৌন মিছিল ও সভা শেষ করে জেলা প্রশাসকের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন শিক্ষক নেতৃবৃন্দ। এসময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমি সুপারিশ করে মাননীয় প্রধান মন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপিটি পাঠিয়ে দেবো।
এস আর/বি এন-১৫