জিয়াউল হক জিয়া, কুলাউড়া
মার্চ ১০, ২০২২
০৫:৪৫ অপরাহ্ন
আপডেট : মার্চ ১০, ২০২২
০৫:৪৫ অপরাহ্ন
হাকালুকি হাওরের তীরবর্তী সংযোগ সড়কের দেড় কিলোমিটার উঁচু ও প্রশস্তকরণ কাজের জন্য মাটি ভরাট করা হচ্ছে। আর এ মাটি নেওয়া হচ্ছে সড়কেরই পাশ কেটে। এতে সড়কটি উঁচু হলেও বর্ষায় হাওরের পানির স্রোতে মাটি ধসে আবারও পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার ভূকশীমইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গৌড়করণ-ইসলামগঞ্জ সড়কের দেড় কিলোমিটার উচু ও প্রশস্তকরণে মাটি ভরাটের কাজ শুরু হয়।
কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের আওতায় তিন লক্ষ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় স্থানীয় ইউনিয়ন পরিষদ। আর এ প্রকল্পের সভাপতি স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনফর আলী।
সরেজমিন গিয়ে জানা যায়, গৌড়করণ-ইসলামগঞ্জ সড়কটি দিয়ে হাকালুকি হাওরে যাতায়াত করেন স্থানীয় কৃষক ও মৎস্যজীবী এবং হাওরের বিলের মাছ পরিবহনে নিয়োজিত যানবাহন। নিচু থাকায় এ বর্ষায় হাওরের পানিতে নিমজ্জিত হয়ে গেলে এই রাস্তা দিয়ে গাড়ি ও পায়ে হেঁটে চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।
সড়কটি উঁচু ও প্রশস্তকরণে মাটি ভরাটের কাজ শুরু হয় গত জানুয়ারিতে। কিন্তু মাটি ভরাট করতে সড়কের পাশ ঘেষে গর্ত ও খাল করে তোলা হয় মাটি। প্রতিদিন এ সড়ক দিয়ে হাওরের বিলে মাছ বোঝাই পিকআপভ্যান ও মাটি পরিবহনে ট্রলি চলাচল করে।
মাটি ও মাছ বোঝাই যানবাহনের চাপে কাজ শেষ হওয়ার আগেই সড়েকের পাশ ভেঙে মাটি গর্তে পড়ছে। এ ছাড়াও বর্ষায় পানির স্রোতে সড়কটির নতুন ভরাট করা মাটি আবার খাল ও গর্তে পড়ার শঙ্কা রয়েছে।
সড়ক দিয়ে হাওরে চলাচলকারী রছিম আলী ও আশফাক মিয়া জানান, হাওরে শিকার করা মাছ সংরক্ষণে ইসলামগঞ্জ বাজারে একটি হিমায়িত কারখানা রয়েছে। সেখান থেকে মাছ উপজেলার বিভিন্ন বাজারে নেওয়া হয়। রাস্তাটি নিচু ছিল, তাই বর্ষায় ইসলামগঞ্জ বাজারে চলাচল করা যেত না। মাটি ভরাটের কারণে বর্ষায়ও সহজে এ সড়ক দিয়ে চলাচল করা যাবে। কিন্তু সড়কের ঠিক পাশে গর্ত করে মাটি তুলে রাস্তায় ফেলায় বর্ষাকালে পানির স্রোতে সড়কটির মাটি আবারও ধসে যাবে।
প্রকল্পের সভাপতি ও স্থানীয় ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনফর আলী বলেন, ‘কৃষকরা তাঁদের জমি থেকে মাটি না দেওয়ায় বাধ্য হয়ে সড়কের পাশ থেকে গর্ত করে মাটি তোলা হয়েছে।’
উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা (পিআইও) শিমুল আলী বলেন, দশফুট দূরত্বের জমির মাটি কেটে রাস্তা ভরাটের নির্দেশনা রয়েছে। খোঁজ নিয়ে সড়কটি সংস্কার ও পাশের গর্ত ভরাট করানো হবে। কাজটি যাতে সঠিকভাবে করা হয় এজন্য ইউপি সদস্যকে নির্দেশ দেবো।
আরসি-০৩