জামালগঞ্জ প্রতিনিধি
মার্চ ১১, ২০২২
০৯:২৬ অপরাহ্ন
আপডেট : মার্চ ১১, ২০২২
০৯:২৬ অপরাহ্ন
জামালগঞ্জে নৌ পরিবহন নিরাপত্তা আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে জামালগঞ্জের সুরমা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। বালুবাহী ২৭টি অনিবন্ধিত নৌযান চালকের কাছ থেকে ১২ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
আভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ ও তার সংশোধনী ২০০৫-এর বিভিন্ন ধারায় এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নৌ পরিবহন অধিদপ্তরের উপ-সচিব (পরিচালক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুল হাসান লিটন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন- নৌ পরিবহন অধিদপ্তরের চীফ ইন্সপেক্টর মো. শফিকুর রহমান, নৌ পরিবহন অধিদপ্তরের ভৈরব শাখার ইন্সপেক্টর মো. শাহজাহান সিরাজ, র্যাব-৯ সুনামগঞ্জের ডিএডি আব্দুল মান্নান, মন্নানঘাট নৌ ফাঁড়ির উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. মুজিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।
আগামীতে নিবন্ধন ও সনদবিহীন কোন নৌযান নদীতে চালালে মালিক, মাস্টার ও চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন অধিদপ্তরের উপ-সচিব (পরিচালক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুল হাসান লিটন।
বি আর/বি এন-০৩