তাহিরপুরে টাকার প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ!

তাহিরপুর প্রতিনিধি


মার্চ ১২, ২০২২
০৪:৩৬ অপরাহ্ন


আপডেট : মার্চ ১২, ২০২২
০৪:৩৬ অপরাহ্ন



তাহিরপুরে টাকার প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ!

সুনামগঞ্জের তাহিরপুরে টাকার প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১২ মার্চ) সকালে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আবুল কালাম ওরফে খেলু (৫৫) উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রাজাই গ্রামের মৃত লোকমান মিয়ার ছেলে।

সূত্রে জানা গেছে, ঘটনার দিন ধর্ষণের শিকার শিশুটির বাবা-মা দুজনই কয়লা কুড়ানোর কাজ করতে যাদুকাটা নদীতে যায়। সন্ধ্যায় তারা বাড়ি ফিরলে শিশু কন্যা তাদের জানাই আবুল কালাম(খেলু) টাকা দেবার কথা বলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। 

ভিকটিমের বাবা জানায়, গ্রামে ঘটনা জানাজানি হলে একটি পক্ষ সালিসের মাধ্যমে শেষ করে দেওয়ার কথা বলেছিল। কিন্তু গ্রামের আরেকটি পক্ষ থানা-পুলিশের সহযোগিতা নিতে বলল। তাই আমি ন্যায় বিচারের জন্য শিশু মেয়েকে নিয়ে থানায় যাচ্ছি। 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার এ সিলেট মিরর অনলাইনকে বলেন, ভিকটিমের বাবা-মা শিশুটিকে নিয়ে থানায় এসেছেন। লিখিত অভিযোগ এর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এএইচএম/আরসি-০৩