দিরাই প্রতিনিধি
মার্চ ১২, ২০২২
০৪:৫৩ অপরাহ্ন
আপডেট : মার্চ ১২, ২০২২
০৪:৫৩ অপরাহ্ন
দিরাইয়ে ছাত্রলীগ-ছাত্রদল নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এসময় একটি মোটরসাইকেল ও অটোরিকশা ভাংচুর করা হয়। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিরাই কলেজ ছাত্রদলের উদ্যোগো কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, এতে 'মহান স্বাধীনতার ঘোষক' কে এনিয়ে প্রশ্ন রাখা হয়। প্রশ্নের উত্তর পত্রে যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম লিখেছেন তাদের উত্তর ভুল বলে এবং যারা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম লিখেছেন তাদের উত্তর সঠিক বলে গণ্য করা হয়।
এমন খবরে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। শনিবার কলেজ ক্যাম্পাসে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করার জন্য ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত হলে তাদেরকে ধাওয়া করে ছাত্রলীগ। এসময় উভয় পক্ষই ইটপাটকেল নিক্ষেপ করে। একসময় ছাত্রদল নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাস ত্যাগ করে আরামবাগ এলাকায় চলে আসে।
এসময় দিরাই শ্যামারচর সড়ক, বাসস্ট্যান্ডে ও আরামবাগ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশা ভাংচুর হয়। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সজীব নূর বলেন, ছাত্রদলের কুইজ প্রতিযোগিতায় স্বাধীনতার ঘোষক নিয়ে প্রশ্ন ছিল। সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের বলেছেন, ওই প্রশ্নের উত্তরে যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম লিখছে তাদের কোনো নম্বর দেওয়া হয়নি। জিয়াউর রহমানের নাম সঠিক উত্তর হিসেবে নেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করি। এসময় ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাসে এলে সাধারণ ছাত্রছাত্রী তাদের ধাওয়া দেয়।
কলেজ ছাত্রদল নেতা মো. মুরসালিন মিয়া বলেন, কুইজ প্রতিযোগিতায় স্বাধীনতার ঘোষক প্রশ্নে কোন উত্তরটি সঠিক হিসেবে নেওয়া হয়েছে, এটা তাঁরা (ছাত্রলীগ) কিভাবে জানলো? আমরাতো এখনও ফলাফল প্রকাশ করিনি। ছাত্রলীগ গায়ে পড়ে এ ঘটনা ঘটিয়েছে। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এএইচ/আরসি-০৫